বর্গা প্রথা : গ্রামীণ সামাজিক রীতির অতীত বর্তমান
বর্গা প্রথা : গ্রামীণ সামাজিক রীতির অতীত বর্তমান
মাহ্মুদুল হক ফয়েজ
শত শত বছর ধরে বর্গা প্রথা বাংলার গ্রাম-গঞ্জের অর্থনীতির এক উল্লেখযোগ্য বিধি ব্যবস্থা। বর্গা প্রথার গ্রামীণ উৎপাদন ও সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও একটি সুদূরপ্রসারী ইতবাচক দিক রয়েছে।
মাহ্মুদুল হক ফয়েজ
শত শত বছর ধরে বর্গা প্রথা বাংলার গ্রাম-গঞ্জের অর্থনীতির এক উল্লেখযোগ্য বিধি ব্যবস্থা। বর্গা প্রথার গ্রামীণ উৎপাদন ও সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও একটি সুদূরপ্রসারী ইতবাচক দিক রয়েছে।
উত্তর (এপিটাফ)
উত্তর (এপিটাফ)
মাহ্মুদুল হক ফয়েজ
জীবন পথের প্রান্তে এসে শ্রান্ত পথিক-
কি প্রশ্ন খুঁজছো তুমি উদাসে আনমনে !
সূর্য ডুবে যায় সৈকতে পড়ে তার ছায়া,
দূর দিগন্তে বাজে বিচ্ছেদ বেহাগের ধ্বনি ।
প্রশ্নে প্রশ্নে জর্জরিত তনু মন,
উত্তর তার পাবেনাকো কোনো দিন,
বেলা শেষে আজ নির্জনে দাঁড়িয়েছো এসে
এ উত্তর তোমার কাছে আজন্ম রয়েছে গেঁথে ;
অনুভবে ধ্যান-মগ্নে অগোচরে পেয়ে যাবে
তুমিই তোমার অনন্তের প্রশ্নের উত্তর ।।
মাহ্মুদুল হক ফয়েজ
জীবন পথের প্রান্তে এসে শ্রান্ত পথিক-
কি প্রশ্ন খুঁজছো তুমি উদাসে আনমনে !
সূর্য ডুবে যায় সৈকতে পড়ে তার ছায়া,
দূর দিগন্তে বাজে বিচ্ছেদ বেহাগের ধ্বনি ।
প্রশ্নে প্রশ্নে জর্জরিত তনু মন,
উত্তর তার পাবেনাকো কোনো দিন,
বেলা শেষে আজ নির্জনে দাঁড়িয়েছো এসে
এ উত্তর তোমার কাছে আজন্ম রয়েছে গেঁথে ;
অনুভবে ধ্যান-মগ্নে অগোচরে পেয়ে যাবে
তুমিই তোমার অনন্তের প্রশ্নের উত্তর ।।
মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ
মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ
মাহমুদুল হক ফয়েজ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।
মাহমুদুল হক ফয়েজ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।
নোয়াখালীর ভাষা
নোয়াখালীর ভাষা
মাহমুদুল হক ফয়েজ
নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের লোকজনদের মধ্যে এক দারুন কৌতুহল রয়েছে। নানান মুখরোচক গল্পও প্রচলিত আছে এ জেলাকে নিয়ে। সারা দেশে তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ। অনেকেই রসিকতা করে বলেন, চাঁদেও নাকি নোয়াখালীর মানুষ আছে।
মাহমুদুল হক ফয়েজ
নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের লোকজনদের মধ্যে এক দারুন কৌতুহল রয়েছে। নানান মুখরোচক গল্পও প্রচলিত আছে এ জেলাকে নিয়ে। সারা দেশে তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ। অনেকেই রসিকতা করে বলেন, চাঁদেও নাকি নোয়াখালীর মানুষ আছে।
স্থানীয় বা লোকায়ত জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণ,জবা,অপরাজিতা
স্থানীয় বা লোকায়ত জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণ
WikiEducator & EasyNow এর ব্যবহার
জবা
• উদ্ভিদের নাম : জবা
• স্থানীয় নাম : জবা
• ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: Habiscus rosa-Sinensis Linn
(হেবিসকাস রোজা-সিনেনসিস লিন)
WikiEducator & EasyNow এর ব্যবহার
জবা
• উদ্ভিদের নাম : জবা
• স্থানীয় নাম : জবা
• ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: Habiscus rosa-Sinensis Linn
(হেবিসকাস রোজা-সিনেনসিস লিন)
হুমকীর মুখে প্রাণী ও উদ্ভিত জগত
হুমকীর মুখে প্রাণী ও উদ্ভিত জগত
মাহ্মুদুল হক ফয়েজ
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার কনজারভেশন সোসাইটি (আইইউসিএন) বাংলাদেশের প্রাণিজগতের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে আশঙকা প্রকাশ করছ,যে জীববৈচিত্র্যের প্রতি মানুষের বিরূপ কর্মকাণ্ড ও জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১৫ বছরের মধ্যে প্রায় ২৫ শতাংশ প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
মাহ্মুদুল হক ফয়েজ
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার কনজারভেশন সোসাইটি (আইইউসিএন) বাংলাদেশের প্রাণিজগতের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে আশঙকা প্রকাশ করছ,যে জীববৈচিত্র্যের প্রতি মানুষের বিরূপ কর্মকাণ্ড ও জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১৫ বছরের মধ্যে প্রায় ২৫ শতাংশ প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমজনতার তথ্য পাওয়ার আধিকার
আমজনতার তথ্য পাওয়ার আধিকার
মাহ্মুদুল হক ফয়েজ
তথ্যের উপর নির্ভর করে প্রতিটি মানুষ তার জীবন যাপন শুরু করে। দিন শুরুর সাথে সাথে আপনা আপনি তার কাছে কিছু তথ্য হাজির হয়ে যায়। অবচেতন মনেই সে সেই তথ্যের উপর ভর করে প্রথম পদক্ষেপটি দেয়।
জলবায়ু পরিবর্তনে উপকূলবাসির প্রস্তুতি
জলবায়ু পরিবর্তনে উপকূলবাসির প্রস্তুতি
মাহমুদুল হক ফয়েজ
উত্তপ্ত হয়ে উঠছে আমাদের প্রিয় পৃথিবী। উন্নত বিশ্বের অতিমাত্রায় ভোগ বিলাসিতাই এর অন্যতম কারণ। পরিবেশবাদিরা এ রকম অভিযোগের আঙ্গুল তুলে ধরছেন ধনী দেশ গুলোর প্রতি।
উপকূল জুড়ে সারি সারি বৃক্ষের লাশ
উপকূল জুড়ে সারি সারি বৃক্ষের লাশ
মাহ্মুদুল হক ফয়েজ
দীর্ঘদিন ধরে সমগ্র উপকূল জুড়ে বৃক্ষ নিধনের উৎসব চলছে। নোয়াখালীর উপকূল, চট্টগ্রামের পতেঙ্গা এবং সম্প্রতি টেকনাফের উপকূলে বৃক্ষ নিধনের এক মহাযজ্ঞে বিলীন হয়ে গেছে শত সহস্র গাছ। আচার্য জগদীশ চন্দ্র বসু বৃক্ষের দেহে প্রাণ আবিষ্কার করেছিলেন।
মাহ্মুদুল হক ফয়েজ
দীর্ঘদিন ধরে সমগ্র উপকূল জুড়ে বৃক্ষ নিধনের উৎসব চলছে। নোয়াখালীর উপকূল, চট্টগ্রামের পতেঙ্গা এবং সম্প্রতি টেকনাফের উপকূলে বৃক্ষ নিধনের এক মহাযজ্ঞে বিলীন হয়ে গেছে শত সহস্র গাছ। আচার্য জগদীশ চন্দ্র বসু বৃক্ষের দেহে প্রাণ আবিষ্কার করেছিলেন।
মুক্তিযুদ্থ
মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ
মাহ্মুদুল হক ফয়েজ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।
মাহ্মুদুল হক ফয়েজ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।
Subscribe to:
Posts (Atom)