স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

প্রত্যাশা

আঁধার তুমি কোথায় লুকাবে মুখ
একটু পরেই ফুটবে চাঁদের আলো
পেঁচক বলে,‘আঁধারেই আছে সুখ
যেমন আছি তেমনইতো ছিলো ভালো’।
ওঁত পেতে থাকে সারাটা বিশ্ব জুড়ে
ভেজালেরা এসে মিশে যায় কালো দেহে,
কীটের দেবতা বাসা বাঁধে মাটি খুঁড়ে
সূর্য উঠবে আঁধারের মাথা খেয়ে।
একটু পরেই ঘুচবে কালো দুখ্ ,
আঁধার তুমি কোথায় লুকাবে মুখ!