স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

বিশ্বাস

বিশ্বাস হারালে নারী
অবিশ্বাসের সমুদ্রে কে আর বাঁচাবে তোমায় !

যেজন ডুবে যেতে চায় অসম্ভবের বন্যায়,
শরীর জড়িয়ে নেয় কামনার নগ্ন শৈবালে,

তারে কি আর তুলে নিতে পারে
তাব্দীর বিশাল নূহের কিস্তি !