স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

বৃক্ষ


আমার আর এক যমজ ভাই হলে
সে হোতো বৃক্ষ,
আমার আর এক হৃদপিন্ড থাকলে
সে হোতো বৃক্ষ।
আমার পিতার ঔরসে
আর একটি শিশু জন্মালে
সে হোতো বৃক্ষ।
প্রাণ এবং অস্তিত্বের
আর এক শরীর-
সেতো বৃক্ষ।
প্রতিটি বৃক্ষ আমার প্রাণ
প্রতিটি পত্রক আমার নিশ্বাস /