ছোট্ট পাতার নাও
চাঁদ পুকুরে ফটিক জলে
পাতার নাওটা দুলে,
লাল পিঁপড়ে হাল ধরেছে
নাও ভিড়াবে কূলে ।
ভর দুপুরে মেঘের কোলে
সূর্য গেল ডুবে,
কালচে রঙে ঢাকলো আকাশ
মেঘ জমেছে পূবে ।
কূল নাইরে ঘাট নাইরে
আঁধার চারিদিক,
দিশাহারা নবীন মাঝি
ঘুরছে দিকবিদিক ।
শান্ত জলে ভীষন বেগে
ছুটলো পূবাল বাও,
হঠাৎ হাওয়ায় উল্টে গেলো
ছোট্ট পাতার নাও ।।
পাতার নাওটা দুলে,
লাল পিঁপড়ে হাল ধরেছে
নাও ভিড়াবে কূলে ।
ভর দুপুরে মেঘের কোলে
সূর্য গেল ডুবে,
কালচে রঙে ঢাকলো আকাশ
মেঘ জমেছে পূবে ।
কূল নাইরে ঘাট নাইরে
আঁধার চারিদিক,
দিশাহারা নবীন মাঝি
ঘুরছে দিকবিদিক ।
শান্ত জলে ভীষন বেগে
ছুটলো পূবাল বাও,
হঠাৎ হাওয়ায় উল্টে গেলো
ছোট্ট পাতার নাও ।।