স্বদেশের গান
কেন আজ আমাদের দরিদ্র বেশ
মাঠে মাঠে ধান ফলিয়ে মোরা
গড়বো এবার সোনার স্বদেশ ।
বুকে আছে আশা হাতে আছে বল
আমরা নবীনা নব কলরল ;
মাঠে মাঠে ফলবে সোনালী ফসল
সোনার দেশ হবে রূপেতে উছল ।
ক্ষয়ে ক্ষয়ে আমরা হবনা’ক শেষ
গড়বো এবার সোনার স্বদেশ ।
মাঠ হবে আমাদের জীবন বাসর
চাখ হবে আমাদের শানিতের শর
রূপালী কাস্তে প্রেমিক দোসর
বন্ধুতে বন্ধুতে জমবে আসর।
আজ উল্লাসে উল্লাসে ধরি নব বেশ
গড়বো এবার সোনার স্বদেশ ।।
মাঠে মাঠে ধান ফলিয়ে মোরা
গড়বো এবার সোনার স্বদেশ ।
বুকে আছে আশা হাতে আছে বল
আমরা নবীনা নব কলরল ;
মাঠে মাঠে ফলবে সোনালী ফসল
সোনার দেশ হবে রূপেতে উছল ।
ক্ষয়ে ক্ষয়ে আমরা হবনা’ক শেষ
গড়বো এবার সোনার স্বদেশ ।
মাঠ হবে আমাদের জীবন বাসর
চাখ হবে আমাদের শানিতের শর
রূপালী কাস্তে প্রেমিক দোসর
বন্ধুতে বন্ধুতে জমবে আসর।
আজ উল্লাসে উল্লাসে ধরি নব বেশ
গড়বো এবার সোনার স্বদেশ ।।