স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

লাশ

একদিন খুব ভোরে
তুমি জেগে উঠে দরজা খুলে দেখলে
তোমার আঙ্গিনায় পড়ে আছে
তোমারই রক্তাক্ত লাশ।

বাতাবী নেবুর গাছটার নীচে
স্থির নিশ্চল তোমার নির্জীব লাশ।
কয়টা কাক, কয়টা টুনটুনি লাশটা ঘিরে
ইতি উতি ডাক দিয়ে যায়।

পুলিশ, হাসপাতাল, মগর্, ময়নাতদন্ত
এই সব ঝুট ঝামেলা শেষে
চাপ চাপ রক্তের কফিনে মোড়া লাশ
তুমি ফের তোমার কাঁধে তুলে নিলে।

এই লাশ আর কর্র্পূরের গন্ধ মাখা দেশে
টুনটুনি আর কর্কশ কাকের দেশে
এই রক্তাক্ত কফিনের দেশে
এক দিন তোমাকে খুন হতেই হবে।