
দুপুর গেলো
বিকেল গেলো খেলে-
সন্ধ্যা বেলা
ডাগর চোখে
চোখ রেখেছি মেলে।
স্পর্শ গেলো
কষ্ট গেলো
ক্লান্তি গেলো রাধা-
তোমার আমার
অষ্ট প্রহর
হৃদয় হলো বাঁধা।
স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্মুদুল হক ফয়েজ
Mahmudul Huq Foez
Journalist
|
স্থানীয় বা লোকায়ত জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণ |